আসানসোল-দুর্গাপুর বাসী সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। কোভিড 19 এর কথা মাথায় রেখে দুর্গাপুজোর অনুমতি প্রদানের জন্য আমরা একটি অনলাইন Single Window System চালু করেছি। asanadpc.org- এর মধ্যে দিয়ে পুজো উদ্যোক্তারা কোন সরকারি দপ্তরে না গিয়ে খুব সহজেই পুজোর অনুমতির জন্য আবেদন করতে পারবেন। প্রতি বছরের ন্যায়, এই বছরও আসানসোল দুর্গাপুর পুলিশ এর পক্ষ থেকে পুজোর দিন গুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকলে যাতে পুজোর আনন্দে মেতে উঠতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে সাথে প্রত্যেক নাগরিকের কাছে আমার অনুরোধ থাকবে যে, তারা যেন পুজোর দিনগুলিতে কোভিড 19 এর নির্দেশাবলী মেনে চলেন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ ও পুজো কমিটি গুলিকে এই বিষয়ে সাহায্য করেন। সাধারণ মানুষের পাশে থাকতে আসানসোল দুর্গাপুর পুলিশ বদ্ধপরিকর। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের কন্ট্রোল রুমে- ডায়েল 100 / 03412250347 এর মাধ্যমে বা আমাদের মহিলা সুরক্ষা হেল্পলাইন 9609900100 নাম্বারে।
নমস্কার
শ্রী সুকেশ জৈন
কমিশনার, আসানসোল দুর্গাপুর পুলিশ